8:25 AM
0
হাই !!! সবাই কেমন আছেন? আসাকরি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, শিখতে থাকেন এই কামনা নিয়ে শুরু করছি । মানুষ মাত্রই ভুল, তাই আমারও ছোট-খাটো ও বড় ধরনের ভুল হতে পারে। ভুল গুলো ধরিয়ে দিয়ে সাহায্য করবেন।


আজ আমি আপনাদের কম্পিউটার এর "command Prompt" এই কিছু দরকারি কমান্ড দিব। আপনারা অনেকই হয়তো যানেন, আবার অনেক এ হয়েত যানেন না। যারা যানেন না এই পোস্ট তাদের জন্য। কম্পিউটার এর দ্রুত চালনা করার জন্য আপনি এই অপশন টি ব্যাবহার করতে পারেন।
  •  cmd -  Command Prompt অপশনটি চালু করার জন্য।
  • যদি আপনি আপনার কম্পিউটার এর লোকাল সিকিউরিটি তে চান তাহলে command Prompt গিয়ে এই কোড টি লিখুন “secpol.msc” । 
  • আপনি জদি কীবোর্ড এর সেটিং এ যেতে চান তাহলে লিখুন “control keyboard” এই কোডটি । 
  •  আপনি আপনার কম্পিউটার এর আই পি রিনিউ করতে এই কোড লিখুন - ipconfig/renew । 
  • ipconfig/release - আপনার কম্পিউটার এর আই পি কনফিগারেশন বাদ দেয়ার জন্য এই কোড টি।  
  • ipconfig/flushdns আপনার DNS এর cache মুচে পেলতে এই কোড টি লিখুন।   ipconfig/displaydns এই কোড টি DNS সেটিং যানার জন্য ।  
  • ipconfig/all আপনার কম্পিউটার এর আই পি কনফিগারেশন দেখতে চাইলে এই কোড টি লিখুন। 
  • Inetcpl.cpl - আপনার কম্পিউটার এর ইন্টারনেট properties দেখতে চাইলে ওই কোড টি লিখুন। 
  • IExpress> IExpress এর কেবল ফাইল করতে এই কোড টি লিখুন। 
  • Joy.cpl - গেম কন্ট্রোলার এর জন্য এই কোড টি। 
  • fonts -  Windows fonts folder এ যেতে চাইলে এই কোড টি ব্যাবহার করুণ।
  • আপনি যদি আপনার কম্পিউটার এর ফোল্ডার অফসন এ যেতে চান, তাহলে এই কোড টি ব্যাবহার করুণ - control folders । 
  • sigverif - আপনার Verification of signatures ফাইল টি দেখতে এই কোড টি। 
  • eventvwr.msc - আপনার কম্পিউটার এর ইভেন্ট ভিউয়ার দেখতে এই কোড টি। 
  • control color - আপনার ডিসপ্লে এর Appearance properties দেখতে এই কোড টি।   
  • control desktop - আপনার কম্পিউটার এর Display properties দেখতে এই কোড টি। 
  • diskpart - আপনার কম্পিউটার এর Partition manager দেখুন এই কোড এর মাধ্যমে। 
  • Diskmgmt.msc - কম্পিউটার এর Disk Management দেখতে। 
  • Dxdiag - আপনার কম্পিউটার এর যাবতীয় কনফিগারেশন যানার জন্য এই কোড টি।
  • cleanmgr - আপনার হার্ডডিস্ক এর Disk cleanup দেখার জন্য এই কোড টি ব্যাবহার করুণ। 
  • devmgmt.msc - আপনার কম্পিউটার এর Device Manager এ যাওয়ার জন্য এই কোড টি ব্যাবহার করুণ।
  • ddeshare - আপনার কম্পিউটার নেটওয়ার্ক এ DDE active sharing করার জন্য। 
  • compmgmt.msc - Computer Management এ যাওয়ার জন্য এই কোড টি । 
  • dcomcnfg -  Service components এর জন্য।  
  • chkdsk -  Checking Disk এর জন্য ।   
  • charmap -  Character গুলো দেখার জন্য।   
  • certmgr.msc -  Certificate Manager   
  • calc -  Calculator এর জন্য । 
  • fsquirt -  Bluetooth file transfer এর জন্য। 
  • wuaucpl.cpl -  Automatic Windows updates অপশন এ যেতে এই কোড টি। 
  • control admintools> Administrative tools এর জন্য।   
  • appwiz.cpl -  Add/Remove Programs এ যেতে।   
  • hdwwiz.cpl -  Add Hardware এর জন্য।   
  • access.cpl -  Accessibility Options এ যেতে।   
  • logoff -  Log Off computer এর জন্য।   
  • winchat -  Microsoft chat এর জন্য।   
  • control mouse - Properties of mouse এ যেতে।  
  • control NetConnect -  Network Connections এ যেতে।   
  • netsetup.cpl -  Network Configuration করতে।   
  • packager -  Manage links এর জন্য।   
  • OSK -  On-Screen keyboard দেখার জন্য।   
  • perfmon.msc -  Monitor performance দেখার জন্য এই কোড টি।   
  • powercfg.cpl -  Power Options টি দেখার জন্য এই কোড টি।   
  • control printers -  Printer and Fax properties দেখার জন্য।   
  • regedit -  Registry Editor ওপেন করার জন্য।   
  • mstsc -  Remote Desktop Connection সেটিং করার জন্য।   
  • ntmsmgr.msc -  Removable Storage দেখার জন্য বা খোলার জন্য।   
  • sticpl.cpl -  Scanners and Camera কানেকশন দেখার জন্য এবং ওপেন করার জন্য।   
  • control schedtasks -  Scheduled Tasks দেখার জন্য।   
  • wscui.cpl -  Security Center এ যাওয়ার জন্য।   
  • shutdown   - Turn off your computer (আপনার কম্পিউটার টি বন্ধ করার জন্য এই কোড টি ব্যাবহার করুণ। )   
  • mmsys.cpl -  Sounds and Audio Devices গুলো চেক করার জন্য।   
  • sysedit -  System Configuration Editor এ যাওয়ার জন্য এই কোড টি ব্যাবহার করুণ।   msconfig -  System Configuration Utility ওপেন করার জন্য।   
  • taskmgr -  Task Manager এ যাওয়ার জন্য।   
  • nusrmgr.cpl -  Users Accounts এ যাওয়ার জন্য।   
  • sysdm.cpl -  System Properties দেখার জন্য।   
  • write -  Microsoft Wordpad খোলার জন্য।   
  • timedate.cpl -  Date and Time Properties যানার জন্য। 

সবাইকে অসংখ্য ধন্যবাদ । 
Next
This is the most recent post.
Older Post

0 comments:

Post a Comment